Templates by BIGtheme NET
Home / Entertainment / Serious audition!

Serious audition!
344

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান এবার বলিউড ছবিতে পাকাপাকি জায়গা করে নিতেবেশ সিরিয়াস হয়ে উঠেছেন। এতদিন ভারতের প্রাদেশিক ছবি তেলেগু, কন্নড় ও তামিল ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন শ্রুতি। এর বেশকিছু হিন্দি ছবিতে অভিনয় করলেও তিনি বেশি পরিচিত ছিলেন তেলেগু ছবির অভিনেত্রী হিসেবেই। তবে এবার তার সেই পরিচয় পরিবর্তন করতে বেশ সিরিয়াস হয়ে উঠেছেন তিনি। এএটি যদি তার ইচ্ছে তবে কেন এতদিন বলিউডের ছবিতে সিরিয়াসলি কাজ করেননি তিনি ? এমন প্রশ্নের উত্তরে শ্রুতি বলেছেন,”বলিউডে কাজ পেতে গেলে যেটা বেশি দরকার সেটা হলো পাবলিক রিলেশন। যা নাকি একেবারেই ছিল আমার। ফলে বলিউডে সেই অর্থে এতদিন ধরে পাকা জায়গাটাও করে নিতে পারিনি আমি। তবে এবার আমি বলিউডেই পুরো মনোযোগ দিতে চাই।” উল্লেখ্য এর আগে বলিউডে ”লাক”, ”দিল তো বাচ্চা হ্যায় জি”, ”রমাইয়া বস্তাবইয়া”, ”ডি-ডে”, ”তেভর”, ”গব্বর ইজ ব্যাক”, ”ওয়েলকাম ব্যাক”, ”রকি হ্যান্ডসাম” এর মতো কয়েকটি ছবিতে কম-বেশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর এবার শ্রুতি ঠিক করেই ফেলেছেন, পাকাপাকিভাবে বলিউডেই কাজ করবেন তিনি। দেখা যাক শ্রুতি তার এই নতুন লক্ষ্যে